kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

প্রথম পর্যটক হিসেবে চাঁদে যাচ্ছেন জাপানের ইউসাকা

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম পর্যটক হিসেবে চাঁদে যাচ্ছেন জাপানের ইউসাকা

ইউসাকা মায়িযাওয়া (ডানে)

দেশের গণ্ডি পেরিয়ে ভিনদেশে ভ্রমণ নয়, এবার পুরোদস্তুর পৃথিবী থেকে চাঁদে বেড়াতে যাচ্ছেন জাপানের ইউসাকা মায়িযাওয়া। অনলাইন ফ্যাশন সাইট জোজোর প্রতিষ্ঠাতা ৪২ বছর বয়সী ইউসাকা মায়িযাওয়া জাপানের শীর্ষ ১৮তম ধনী ব্যক্তি। মার্কিন বেসরকারি রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের নির্মাণাধীন বিএফআর (বিগ ফ্যালকন রকেট) করে চাঁদে যাবেন তিনি। ২০২৩ সাল নাগাদ এ ভ্রমণ হতে পারে। আধুনিক চিত্রকর্মের সংগ্রাহক ও অনুরাগী ইউসাকা চাঁদ সফরের সময় পছন্দের কয়েকজন চিত্রকরকেও সঙ্গে নিতে চান। উদ্দেশ্য একটাই, চাঁদ প্রদক্ষিণের সময়ের অভিজ্ঞতা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্পেসএক্সের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউসাকা মায়িযাওয়ার নাম ঘোষণার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক। তবে চাঁদ ভ্রমণের জন্য ইউসাকাকে কত টাকা গুনতে হবে সে বিষয়ে কোনো তথ্য জানাননি মাস্ক।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

 

মন্তব্য