kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

১৬ বছরের কিশোরী জো জনসন দীর্ঘদিন ধরে ক্রনিক ফেটিজ সিনড্রমে আক্রান্ত

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৬ বছরের কিশোরী জো জনসন দীর্ঘদিন ধরে ক্রনিক ফেটিজ সিনড্রমে আক্রান্ত

১৬ বছরের কিশোরী জো জনসন দীর্ঘদিন ধরে ক্রনিক ফেটিজ সিনড্রমে আক্রান্ত। শরীরের ইমিউন সিস্টেম ও স্নায়ুর জটিলতার কারণে বিদ্যালয়ে যেতে না পারলেও ঘরে বসে ঠিকই প্রতিদিন রোবটের মাধ্যমে শ্রেণিকক্ষে উপস্থিত হয় জো। শুধু তা-ই নয়, শিক্ষকদের কথা শোনার পাশাপাশি প্রশ্নেরও উত্তর দিতে পারে। ইন্টারনেটযুক্ত ‘এভিওয়ান’ নামের রোবটটি শ্রেণিকক্ষ থেকে অডিও-ভিডিও সম্প্রচার করতে পারে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা