kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

মুক্তিযুদ্ধের ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্যোগ

টেক প্রতিদিন ডেস্ক   

১৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমুক্তিযুদ্ধের ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্যোগ

দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঘটনাকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে মুক্তিযুদ্ধবিষয়ক ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্যোগ নিয়েছে প্রিয় লিমিটেড। ‘প্রিয় মুক্তি পিন’ নামের এ উদ্যোগের আওতায় দেশের সব জেলার সংগঠিত মুক্তিযুদ্ধের ছোট-বড় সব তথ্য শনাক্ত করে সংরক্ষণ করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তে বসবাসকারী ব্যক্তি ‘প্রিয় মুক্তি পিন’ সফটওয়্যার ও অ্যাপের মাধ্যমে নিজ এলাকায় ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্ত করতে পারবেন। সর্বোচ্চসংখ্যক সঠিক তথ্য দেওয়া প্রথম ১০০ জনকে ১০ হাজার টাকা করে পুরস্কার ও উপহার দেওয়া হবে। তথ্যের সত্যতা ও যথার্থতা যাচাই করতে উপদেষ্টা পরিষদও গঠন করেছে তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানটি। এরই মধ্যে কয়েক শ স্থানের ইতিহাসের তথ্যও যুক্ত হয়েছে আর্কাইভটিতে। উদ্যোগকে সফল করতে ডিসেম্বর মাসজুড়ে দেশের ৬৪টি জেলায় ১৩০টি স্থানে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নানা ধরনের রোড শো, ক্যাম্প করা হবে। priyo.com/muktipin ঠিকানায় প্রবেশ করে বা স্মার্টফোনে প্রিয় অ্যাপ চালু করে তথ্য জমা দেওয়ার পাশাপাশি স্থানটি ম্যাপে চিহৃিতও করা যাবে। পোস্ট করা পিনটি প্রাথমিকভাবে ম্যাপে দেখা গেলেও যাচাই-বাছাই শেষে ‘প্রিয় মুক্তি পিন’ ম্যাপে স্থায়ীভাবে প্রকাশ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা