উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল 'উই মেক গেইমস' শীর্ষক গেইম তৈরির আয়োজন। মঙ্গলবার শিক্ষার্থীদের গেইম তৈরির প্রশিক্ষণ দিতে এ আয়োজন করে বাংলাদেশের গেইম নির্মাতা 'ম্যাসিভস্টার স্টুডিও'। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঢাকার হাতিরঝিলের পটভূমিতে 'হাতিরঝিল ড্রিম বিগিনস' নামে একটি কম্পিউটার গেইম তৈরি করে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এস এম মাহাবুব আলম জানান, এ কর্মসূচির আওতায় আগামী এক বছরে চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার শিক্ষার্থীকে গেইম তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজ্ঞাপন