<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : ভারতীয় ট্যুরে আবারও শিরোপার খুব কাছে জামাল হোসেন। কলকাতায় টাটা স্টিল পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিন শেষে শীর্ষস্থান থেকে মাত্র ১ স্ট্রোক দূরে তিনি। শীর্ষে থাকা ভারতীয় যুবরাজ সান্ধু আজ শেষ রাউন্ডে নামবেন ১৮ আন্ডার পার নিয়ে, সেখানে ১৭ আন্ডার নিয়ে তাঁর ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন জামাল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত নভেম্বরে আসামের ডিগ্বইয়ে ভারতীয় ট্যুরে নিজের পঞ্চম শিরোপা জিতেছেন জামাল। তার আগের বছর জেতেন আহমেদাবাদে। গলফ কোর্সে দারুণ সময় পার করা জামাল কলকাতায় ধরে রেখেছেন সেই ছন্দটাই। এই টুর্নামেন্ট শুরু করেছিলেন তিনি যৌথভাবে সপ্তম স্থানে থেকে। দ্বিতীয় দিন ৮ আন্ডার পারের অসাধারণ এক রাউন্ড খেলে উঠে আসেন তিনি দ্বিতীয় স্থানে। গতকালও সেই ছন্দটা ধরে রেখে দিন শেষ করেছেন ৭ আন্ডার পারে। সান্ধু আগের দিন ১৬ আন্ডার নিয়ে শেষ করেছিলেন। জামালের সঙ্গে ব্যবধান ছিল ৩ আন্ডারের। টলিগঞ্জ ক্লাবে তৃতীয় দিন ২ আন্ডার খেলেন সেই সান্ধু। আর জামাল সেখানে ৪ আন্ডার খেলা ব্যবধান কমিয়ে নিয়ে এসেছেন মাত্র এক স্ট্রোকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ শেষ দিনে শিরোপার খুব কাছে তাই জামাল হোসেন। সিদ্দিকুর রহমানের পর দেশের অন্যতম সফল এই গলফারের সামনে ভারতীয় ট্যুরে ষষ্ঠ শিরোপার হাতছানি।</span></span></span></span></p>