<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : একই ভাঙা রেকর্ড বহুকাল বেজেছে। বৈশ্বিক আসরের দারুণ উইকেটেও রান করতে সংগ্রাম করা ব্যাটাররা অবলীলায় কাঠগড়ায় দাঁড় করাতেন দেশের উইকেটকে। ধীরগতির নিচু বাউন্সের উইকেটে খেলার বদভ্যাস তাঁদের বড় আসরে সফল হতে দেয় না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিত্য এমন অভিযোগ করে আসা ক্রিকেটারদের সুর এবার বদলেছে। এই প্রথম উইকেটের প্রশংসায় উচ্চকিত শোনাচ্ছে তাঁদের কণ্ঠ। তা-ও আবার সেটি এবার কোনো টুর্নামেন্টের শেষে নয়, খেলতে যাওয়ার আগে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রাতেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য দুবাইয়ের ফ্লাইট ধরেছে বাংলাদেশ দল। এই বহুজাতিক আসর সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি নিয়ে বিস্তর আলোচনাও হয়ে গেছে এর মধ্যে। তবে অভাব-অনুযোগের মধ্যেও নিজেদের পক্ষে যেতে পারে এমন কিছু ইতিবাচক দিক দেখাতে চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন। সদ্যঃসমাপ্ত বিপিএলের রানপ্রসবা উইকেটে খেলার অভ্যাস এর অন্যতম। বাংলাদেশ অধিনায়ক নিজে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ফরচুন বরিশালের হয়ে পাঁচ ম্যাচ খেলে মাত্র ৫৬ রান করা এই বাঁহাতি ব্যাটার সতীর্থদের ঘরোয়া প্রতিযোগিতায় ভালো উইকেটে খেলার চর্চার সুফলই যেন দেখতে পাচ্ছেন বহুজাতিক আসরে। সুবাদে এবার দায়মুক্তিও ঘটতে চলেছে এত দিন ধরে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যত দোষ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিজের কাঁধে নিয়ে আসা বাংলাদেশের উইকেটের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাজমুল নিজেও হয়ে আছেন সেই দায় চাপানোর উদাহরণ। ২০২৩ সালে ভারতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও ব্যাটিং ভুগিয়েছিল বাংলাদেশকে। ভালো উইকেটেও বড় স্কোর গড়ার ব্যর্থতা প্রসঙ্গে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের পর ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল উইকেটকে টেনেছিলেন। দাবি তুলেছিলেন, দেশে তাঁদের জন্য যেন ব্যাটিং সহায়ক উইকেটে খেলার বন্দোবস্ত করা হয়। এবারের বিপিএল নাজমুলের পুরনো দাবি পূরণ করতে পেরেছে। বেশির ভাগ ম্যাচই হয়েছে ব্যাটিং উপযোগী উইকেটে। রেকর্ডসংখ্যক ছক্কা যেমন দেখেছে আসরটি, তেমনি প্রচুর রানও হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চ্যাম্পিয়নস ট্রফিতে যদিও ভিন্ন সংস্করণে খেলতে হবে নাজমুলদের, তবু ভালো উইকেটে রান করার এই আত্মবিশ্বাস দুবাই ও রাওয়ালপিন্ডিতে কাজে লাগবে বলেই মানেন বাংলাদেশ অধিনায়ক, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার ভালো উইকেট হওয়ায় ব্যাটাররা আত্মবিশ্বাসী আছে। বোলারদেরও কোথায় বল করতে হবে, এসব ধারণা আগের চেয়ে ভালো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গত বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের দুই ম্যাচে ২৯৪ ও ৩২১ রান করেও বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছিল বাংলাদেশকে। বিপিএল তাই বোলারদের ডিফেন্ড করার শিক্ষা দিয়েছে। নাজমুল আবার দেশে নিয়মিত ভালো উইকেটে খেলার ধারাবাহিকতাও চান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এত অল্পতে খুশি হয়ে যাবেন না। মাত্র শুরু হলো! বিপিএলে খুব ভালো উইকেট ছিল। ব্যাটাররা ভালোভাবে ব্যাটিং করেছে, বোলারদের কষ্ট হয়েছে। তবে এটা মাত্র শুরু।  এরপর ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) আছে, ফার্স্ট ক্লাস আছে। লম্বা সময় ধরে এমন উইকেট পেলে কাজে আসবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তার আগে আপাতত স্বল্প সময়ের জন্য দায়মুক্তি মিলছে উইকেটের!</span></span></span></span></p>