<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘোষণা আসার কথা ছিল আজ। তামিম ইকবালের ঘনিষ্ঠজনদের কাছ থেকে এমন তথ্য পাওয়া যায়। কিন্তু নিজের পরিবার, আত্মীয়, সতীর্থ, বন্ধুদের সঙ্গে আলোচনা করে গত রাতেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন সাবেক এই অধিনায়ক। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম খেলবেন কি না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন আলোচনা থামিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষের পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করে এই সিদ্ধান্ত জানান তামিম। এতে থেমে গেল বাংলাদেশ ক্রিকেটের বর্ণিল একটি অধ্যায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার সিলেটের একটি পাঁচতারা হোটেলে এক দিনে দুই দফা বৈঠক করেও তামিমের মন গলাতে পারেননি নির্বাচক প্যানেলের সদস্যরা। এই বৈঠকের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে কয়েক দিন সময় নিয়েছেন তামিম। নিজের সিদ্ধান্ত জানাতে অবশ্য খুব বেশি অপেক্ষায় রাখলেন না সাবেক এই অধিনায়ক। গতকাল এই পোস্টে লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, নির্বাচক, পরিচালক, ক্রিকেটার ও সমর্থকদের বড় একটা অংশ চাচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক তামিম। এ জন্য তাঁর সঙ্গে আলোচনার আগেই চ্যাম্পিয়নস ট্রফির ১৯ সদস্যের প্রাথমিক দলে তামিমের নাম লিপিবদ্ধ করে রেখেছিলেন নির্বাচকরা। এরপর গত বুধবার সিলেটে প্রথম দফার বৈঠকে তামিম নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন নির্বাচকদের। তখনই গতকাল শেয়ার করা এই স্ট্যাটাসটি লিখে রাখেন তিনি। তবে সেদিন দলের একজন সিনিয়র ক্রিকেটার, অধিনায়ক নাজমুল হোসেন এবং প্রধান নির্বাচক সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন তামিমকে। চ্যাম্পিয়নস ট্রফিতে অভিজ্ঞ এই ওপেনারকে কতটা প্রয়োজন, সেটিও জানানো হয় তাঁকে। তখন কিছুটা সময় চেয়ে নেন তামিম। কিন্তু দুই দিন পরেও আগের উপলব্ধি থেকে সরেননি তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০০৭ সালের ফেব্রুয়ারিতে হারারে স্পোর্টস ক্লাব মাঠ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা শুরু তামিমের। সে বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা পেসার জাহির খানকে এগিয়ে এসে মারা ছক্কায় ক্রিকেট বিশ্বে নিজের আগামনী বার্তা দিয়ে রাখেন এই বাঁহাতি ওপেনার। সেই শুরু, প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচে ১৫ হাজার ২৪৯ রানের মালিক তাঁর পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের সেরা ওপেনার হয়েছেন। হয়েছেন সর্বকালের সেরাদের একজন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এতগুলো বছরেও বাংলাদেশ ক্রিকেটের উদ্বোধনী জুটির এক প্রাপ্ত আগলে রাখা তামিমের বিকল্প তো বটেই, যোগ্য সঙ্গী খুঁজে পাওয়া গেছে কি না সেই আলোচনা এখনো শেষ হয়নি। এ জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমকে ফেরাতে সব রকম চেষ্টা করেছিল বিসিবি, কিন্তু লাভ হলো না। ২০১২ এশিয়া কাপে টানা চার ফিফটির পর আঙুল গুনে উদযাপন করা তামিম ২০১৮ সালে ভাঙা আঙুল দিয়ে আবার ব্যাটিংয়ে নেমে সবাইকে অবাক করে দিলেও এবার নিজেকে থামিয়ে দিলেন।</span></span></span></span></p>