<p>ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘদিন পর এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে উদ্বোধনী অনুষ্ঠান। এর অংশ হিসেবে দেশের তিনটি শহরে কনসার্ট হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।</p> <p>বিপিএলের ১১তম মৌসুম শুরু হবে ৩০ ডিসেম্বর। এর প্রায় এক মাস আগে অর্থাৎ ১ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বেশ আয়োজন করে বিপিএলের মাসকট ও থিম সং প্রকাশ করবে বিসিবি। এরপর ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে বিপিএলের উদ্বোধনী কনসার্ট।</p> <p>ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফরম করবেন পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী। এর সঙ্গে স্থানীয়দের মধ্যে গাইবেন রুনা লায়লা ও মাইলস। পাশাপাশি আরো কয়েকজন শিল্পীর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিসিবি। যদিও এর পুরোটা দেখভাল করছে প্রধান উপদেষ্টার অফিস। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের কনসার্টে অবশ্য থাকবেন না রাহাত ফতেহ আলী।</p>