<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্যানেলের সদস্য হান্নান সরকারের ২১ মিনিটের সংবাদ সম্মেলনে সব থেকে বেশি ব্যবহৃত হলো </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চ্যালেঞ্জ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শব্দটি। আসন্ন ভারত সিরিজের দুই টেস্টের জন্য গতকাল ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সফর করা সদস্যদের মধ্য থেকে এবার নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সে জায়গায় বনেদি এই সংস্করণে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী। গতকাল আলোচনা হওয়ার কথা ছিল সেসব নিয়ে। হলোও বটে। তবে তারচেয়ে বেশ কথা হলো, বাংলাদেশ দলের ভারত-চ্যালেঞ্জ নিয়ে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন আলোচনায় হান্নান একবাক্যে স্বীকার করে নিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যথেষ্ট চ্যালেঞ্জিং হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এরপর নিজেই বললেন সেই চ্যালেঞ্জের কথা, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের যে দলটা দিয়েছে, যথেষ্ট অভিজ্ঞ। সেই জায়গা থেকে ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। সেটা অবশ্যই স্বীকার করতে হবে। ভারত যথেষ্ট ভারসাম্যপূর্ণ দল। ওদের পেস বিভাগ যথেষ্ট শক্তিশালী। স্পিনেও যথেষ্ট বৈচিত্র্য আছে। স্পিনার যারা আছে, তারা ব্যাটিংটা ভালোই পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে দুই নম্বরে আছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে শীর্ষে অবস্থান তাঁদের। এদিকে চ্যামিপয়নশিপে বাংলাদেশ চতুর্থ স্থানে থাকলেও র‌্যাংকিংয়ে আছে ৯ নম্বরে। সাদা পোশাকে মুখোমুখি ১৩ দেখায় জয়হীন বাংলাদেশ। অর্থাৎ পরিসংখ্যান বা শক্তিমত্তা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবখানে পিছিয়ে নাজমুল হোসেনরা। তার ওপর এই সিরিজটি হবে ভারতের মাটিতে। সব কিছু মিলিয়ে হিসাবের খাতা নিয়ে বসলে তো বাংলাদেশের চ্যালেঞ্জ জানানোর প্রসঙ্গ ওঠারই কথা না। উঠছে, কারণ নাজমুলদের সাম্প্রতিক পারফরম্যান্স। এই মাসেই পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মাটিতে অধরা টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে এসেছে বাংলাদেশ দল। এমন সাফল্য চিন্তার ভাঁজ ফেলেছে প্রতিপক্ষের কপালে। কিছু দিন আগে সেটা স্বীকারও করেছেন ভারতীয় ব্যাটার শুবমান গিল।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসন্ন সিরিজের টেস্ট দুটি হবে চেন্নাই ও কানপুরে। দুই ভেন্যুই অতীতে স্পিনারদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এবারও যে সেই ধারা বজায় থাকবে, সে কথা জোর দিয়ে বলাই যায়। এমনিতে গত দুই বছরে টেস্টে উইকেট নেওয়ায় পেস আক্রমণকে পেছনে ফেলেছেন ভারতীয় স্পিনাররা। এ সময় পেসারদের শিকার ১৬ ম্যাচে ১০৯ উইকেট, স্পিনাররা নিয়েছেন ১৬৯ উইকেট। সঙ্গে উইকেট থেকে সাহায্য পেলে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা আরো বিপজ্জনক হয়ে উঠবেন। পিচের আচরণ মাথায় রেখে দুই পেসারের সঙ্গে তিন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি স্বাগতিকদের। হান্নান এখানেই সব থেকে বড় চ্যালেঞ্জ খুঁজে পেয়েছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের পেস বিভাগ যেমন আমরা সামাল দিয়েছি, এখানে যদি স্পিনটা সামাল দিতে পারি তাহলে আমরা প্রতিযোগিতামূলক ম্যাচ আশা করতে পারি। তবে এখানে অশ্বিন, জাদেজার মতো স্পিনার রয়েছে। তাঁদের খেলা অবশ্যই চ্যালেঞ্জিং।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর শক্তিও আছে বাংলাদেশের। ১৫ সদস্যে স্কোয়াডে বাঁহাতি কোনো পেসার নেই বটে। তবে ডানহাতি যে চারজন আছেন, তাঁদের বোলিংয়ে বেশ বৈচিত্র্য আছে। দুই অলরাউন্ডারসহ চার স্পিনারও পরীক্ষিত। এ ছাড়া পাকিস্তানে বড় ইনিংস খেলে ছন্দে ফিরেছেন সাদমান ইসলাম, লিটন দাসরা। সেই কথাগুলোই মনে করিয়ে দিলেন হান্নান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের দলটাও চমৎকার ভারসাম্যপূর্ণ। ভারসাম্যের জায়গা থেকে আমরা পিছিয়ে নেই। তারা (ভারত) যেমনই হোক না কেন, তাদের যেমন শক্তি আছে, স্পিন এবং পেস বিভাগে আমাদেরও সমমানের শক্তি আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়েই ভারতের বিপক্ষে চ্যালেঞ্জটাও চোখে চোখ রেখে নিতে চায় বাংলাদেশ।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ স্কোয়াড</span></span></strong></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।</span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>