<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আকাশ ছোঁয়ার নেশা যেন জেঁকে ধরেছে আরমান্দ ডুপলান্টিসকে! চলতি মাসের শুরুর দিকে নতুন বিশ্বরেকর্ড গড়ে প্যারিস অলিম্পিকে পোল ভোল্টে সোনা জেতেন এই সুইডিশ। মাস না পেরোতেই নিজের রেকর্ডটি নতুন করে লেখালেন তিনি। প্যারিসে লাফিয়েছিলেন ৬.২৫ মিটার। সিলেসিয়ার ডায়মন্ড লিগে ৬.২৬ মিটার উচ্চতা অতিক্রম করে বর্ণাঢ্য ক্যারিয়ারে দশম বিশ্বরেকর্ড গড়লেন ডুপলান্টিস। ছবি : এএফপি</span></span></span></span></span></p>