টেন্ডুলকারকে ছুঁয়ে কোহলির পূর্ণতা

টেন্ডুলকারও যেন জানেন তা। সেঞ্চুরির পর এই কিংবদন্তি তাঁর উত্তরসূরিকে শুধু অভিনন্দনই জানাননি, দেখুন তাঁর টুইট, ‘আমার ৪৯ থেকে ৫০ বছর (বয়স) ছুঁতে পুরো ৩৬৫ দিন লেগেছে। আশা করি, তুমি সেই পঞ্চাশ ছুঁয়ে আমার রেকর্ড ভেঙে দেবে আগামী কয়েক দিনের মধ্যেই।’ ম্যাচ শেষে তা শুনে আবেগ ভেঙেছে কোহলির কণ্ঠেও, ‘তিনি আমার নায়ক। তাঁর রেকর্ড ছোঁয়া ভীষণ আবেগের ব্যপার আমার জন্য। টিভিতে তাঁর খেলা দেখে বড় হয়েছি। তিনি নিখুঁত ব্যাটিংয়ের উদাহরণ। আমি কখনোই তাঁর মত হতে পারবো না।’

সম্পর্কিত খবর

সেরা সাবালেংকা

টিভিতে

শেয়ার

জিম্বাবুয়ের জয়

শেয়ার
মুখোমুখি

আন্তর্জাতিক মানের সঙ্গে মেলানো যাবে না আমাদের

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ’ শুরু হতে যাচ্ছে। ঘরের মাঠে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার অন্যতম সেরা খেলোয়াড়দের সঙ্গে লড়াই করার সুযোগ এ আসরে। বাংলাদেশের খেলোয়াড়রা কেমন করবে সে লড়াইয়ে, তাদের প্রস্তুতিই বা কেমন সে প্রসঙ্গে কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে কথা বলেছেন জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ।

সর্বশেষ সংবাদ