<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="" height="133" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2023/february/07-02-2023/2/kalerkantho-sp-1a.jpg" style="float:left" width="134" />সব ঠিকঠাক ছিল। হঠাৎ একদিন মতিঝিলের ক্লাবপাড়ায় দৌড়ঝাঁপ, খেলাধুলার ক্লাব ঘর রাতে পরিণত হয় ক্যাসিনোতে! বিস্তর ধরপাকড় হলো, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রাইম সিন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে আইনের তালা পড়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোয়। ২০১৯ সালের পর ধীরে ধীরে অভিযুক্তদের প্রায় সবাই জামিন নিয়ে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন বুক ভরে। কিন্তু অক্সিজেনের অভাবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মরতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বসেছে তালাবদ্ধ ক্লাব ভবনগুলো। এ নিয়ে ক্লাবগুলোর খেলোয়াড়-কর্মকর্তাদের মনে আক্ষেপের শেষ নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতিঝিল ক্লাবপাড়া ঝিমিয়ে ছিল অনেক দিন। এক মোহামেডান ছাড়া ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, ওয়ারী, আজাদ, দিলকুশা, আরামবাগ জৌলুস হারিয়েছে অনেক আগে। ক্লাবপাড়ায় খেলা নিয়ে চঞ্চলতা ছিলই না বলতে গেলে। হঠাৎই ক্যাসিনো কেলেঙ্কারিতে এই অঞ্চল আবার আলোচনায় ফেরে। আদিকাল থেকেই মাইক লাগিয়ে হাউজি খেলার চল ছিল ক্লাবগুলোর। এর ফাঁকে ওয়ান-টেন এর মতো জুয়া খেলাও শুরু হয়েছিল ছোট পরিসরে। সেই চোরাপথে ক্যাসিনো ঢুকে ক্লাবগুলোকে কখন যে জুয়ার রাজ্য বানিয়ে ফেলেছিল, অনেকে টেরই পায়নি। ২০১৯ সালের এক রাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সেই জগৎ প্রকাশ্যে চলে আসে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="" height="883" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2023/february/07-02-2023/2/kalerkantho-sp-1b.jpg" style="float:right" width="300" />খেলার নামে ক্যাসিনোর ব্যবসা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষয়িষ্ণু ক্লাবগুলোর ওপর লেগে যায় এমন কালিমার ছাপ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় একের পর এক ক্লাবের অন্ধকার দিক উঠে আসে। এর কোনোটি ঐতিহ্যবাহী, কোনোটি আবার শতবর্ষী ক্লাব। ক্যাসিনোবাজির অভিযোগে কর্মকর্তাদের আটক করা হয়, ক্লাবগুলোতেও এরপর তালা ঝুলিয়ে সিলগালা করে দেওয়া হয়। তবু মাঠের খেলা থেমে থাকেনি। তালাবদ্ধ ভিক্টোরিয়া ক্লাব যেমন তাঁবু গেড়েছে বক্সিং ফেডারেশনে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিলকুশা ক্লাবে তালা ঝুললেও সেখানে দায়িত্ব নেওয়ার লোকের অভাব নেই। দুই বছর ধরেই সেখানে দুটি কমিটি একযোগে সক্রিয়। রিয়াজুল করিমের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। কিন্তু আমিনুল ইসলাম শামীম, শাহীনুর রহমানরা বলছেন দায়িত্বে আছেন তাঁরা। রিয়াজ হকি দল গড়ার পর শাহীনরা আবার মাঝপথ থেকে সে দল চালিয়েছেন। পরে প্রথম বিভাগে ফুটবল দলও গড়েছেন তাঁরা। সেই দলটি অবনমিত হয়ে গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এই মুহূর্তে খেলছে চ্যাম্পিয়নশিপ লিগে। কিন্তু ক্লাব ভবন চার বছর আগের সেই অভিযানের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় আছে। ফকিরেরপুলের খেলোয়াড়রা থাকছেন আরামবাগ ক্রীড়া সংঘের ডরমিটরিতে। ক্যাসিনোকাণ্ডের দায়ে তালা ঝুলছে আরামবাগেও। তবে ক্লাবটির পেছনের একটা অংশ খোলা আছে। বন্ধ ক্লাবগুলোর ভেতরটা জঙ্গল হয়ে ভূতুড়ে চেহারা নিয়েছে। বখাটেরা যা পারছে খুলে নিয়ে যাচ্ছে। আরামবাগ ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানিয়েছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানা থেকে অনেক আগেই বলে দিয়েছে এটা (তালা খোলা) তাদের এখতিয়ারের বাইরে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ফকিরেরপুল ক্লাবের অধিনায়ক রফিকুল ইসলাম হতাশ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকে নিজের ক্লাবে থাকতে পারিনি। এটা খুব কষ্টের। প্রথমবার ভাড়া বাসায় ছিলাম। এখন আরামবাগ ক্লাবে কোনো রকমে আছি। নিজের ক্লাবের চেহারাই দেখলাম না!</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্লাব কর্মকর্তারা বেশ কয়েকবার ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। সর্বশেষ গত মাসে একটি অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তারা সম্মিলিতভাবে তাঁকে আবারও অনুরোধ করেন এ বিষয়ে। দিলকুশার শাহীন জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্ত্রী মহোদয় এ ব্যাপারে (আব্দুল) গাফফার ভাইকে (সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক) বলেছেন আমাদের সঙ্গে সমন্বয় করে তাঁর কাছে যেন যাই। এরপর উনি আমাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবেন। সে ক্ষেত্রে একটা কিছু হলেও হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গাফফারও জানিয়েছেন, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সত্যি বলতে এই বিষয়টি নিয়ে শুধু আজকে নয়, বেশ আগে থেকেই আমরা কথা বলছি। এখানে ক্লাব বা প্রতিষ্ঠানটির তো দায় নেই। কিছু লোক এখানে এসে পরিবেশটাকে নষ্ট করেছে। তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দেখছে। শুধু শুধু ক্লাবগুলো কেন তালাবদ্ধ থাকবে? আর সে সময় যারা আটক বা গ্রেপ্তার হয়েছিল এখন তো সবাই একে একে বেরিয়ে এসেছে। ক্লাবগুলো খুলে না দেওয়ার তাই কোনো যুক্তি নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিছুদিন আগেই জামিনে বেরিয়ে এসেছেন ক্লাবপাড়ায় ক্যাসিনো পরিচালনায় মূল অভিযুক্ত ইসমাইল চৌধুরী সম্রাট। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের খালেদ মাহমুদ ভূইয়াও জামিনে মুক্ত। মোহামেডান, আরামবাগ ক্লাবে ক্যাসিনো পরিচালনার অভিযোগ থাকা সাবেক আরামবাগ ক্লাব সভাপতি মমিনুল হক সাঈদ সেই অভিযানের পর থেকেই নিরুদ্দেশ ছিলেন। সম্প্রতি তিনি আবার দেশে ফিরেছেন বলে খবর, আত্মসমর্পণ করে তিনিও জামিন নিতে পারেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="" height="883" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2023/february/07-02-2023/2/kalerkantho-sp-1c.jpg" style="float:left" width="300" />কিন্তু ক্লাবগুলোর জামিন হবে কবে? ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্লাব বন্ধ, খেলা তো থেমে নেই। ওয়ান্ডারার্স এই সময়ে ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল, কাবাডিতে দল গড়েছে। ক্যাসিনোর কলঙ্ক মাথায় নিয়ে আমাদের এই কাজগুলো করা যে কতটা কঠিন তা শুধু আমরাই জানি। ক্লাবগুলোর ব্যাপারে সবারই একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে গেছে। তার ওপর এখনো সবগুলোতে তালা। এভাবে স্পন্সর জোগাড় করাও তো কঠিন। আগে নিয়মিত যারা আসতেন, তাঁরাও আসেন না। একটা সময় হাউজি থেকে আমাদের আয় হতো। ক্যাসিনোকাণ্ডের পর থেকে সেটাও বন্ধ। আমরা এভাবে কত দিন টিকব?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বন্ধ দরজার চাবি আছে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। তিনি কি খুলবেন এই তালা? গাফফার বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্লাবগুলো খুলে দেওয়া হলে স্বচ্ছ ইমেজের লোকজনই যেন শুধু সেখানে থাকে, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ফকিরেরপুল ইয়ংমেন্সে নতুন কমিটি হয়েছে, যেখানে সভাপতি আনোয়ার হোসেন মাখন ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হয়েছিলেন। যদিও তাঁর দাবি ক্যাসিনো পরিচালনায় তিনি সম্পৃক্ত ছিলেন না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, দিলকুশা, ফকিরেরপুল এবং মোহামেডান ও আরামবাগ ক্লাবের আংশিক এখনো তালাবদ্ধ। কবে সেই তালা খুলবে, কেউ জানে না।</span></span></span></span></p>