রংপুরে স্তব্ধ সিলেট
এমনই বাজে যে এক পর্যায়ে আসরটির ইতিহাসের সবচেয়ে কম রানে অল আউট হওয়ার লজ্জায় ডোবার শঙ্কাও জেগেছিল মাশরাফি বিন মর্তুজার দলের। মাত্র ১৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেললে তা না জেগে পারে? যদিও শেষ পর্যন্ত সর্বনিম্ন রানের রেকর্ডটি খুলনা টাইটান্সেরই রয়ে গেল। ২০১৬-র আসরে তারা অল আউট হয়েছিল ৪৪ রানে। বিব্রতকর রেকর্ডটি এড়িয়ে সিলেট স্ট্রাইকার্স করল এর দ্বিগুণেরও একটু বেশি রান।

সম্পর্কিত খবর

ক্যারিবীয়দের জয়

সম্পর্কিত খবর

টিভিতে

সম্পর্কিত খবর

টি স্পোর্টস

সম্পর্কিত খবর