<p>ক্রীড়া প্রতিবেদক : গত মার্চ-এপ্রিলের দক্ষিণ আফ্রিকা সফরেই বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন অ্যালান ডোনাল্ড। তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই চুক্তি করা হয়েছিল। সেটি শেষে সাবেক এই প্রোটিয়া ফাস্ট বোলারের সঙ্গে চুক্তি নবায়ন প্রত্যাশিতই ছিল। কারণ জাতীয় দলের পেস আক্রমণ কিছুদিন ধরেই বেশ জমাট। মুস্তাফিজুর রহমান এখনো নিজের সেরা চেহারায় না ফিরলেও তরুণ হাসান মাহমুদ ভালো করছেন। সেই সঙ্গে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের কৃতিত্বের ভাগ ডোনাল্ডও পাচ্ছেন। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাঁর মেয়াদ এরই মধ্যে বাড়িয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করা হয়েছে।</p>