kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

কমনওয়েলথে ফিরল শ্যুটিং

৭ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : নিরাপত্তার কারণ দেখিয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে রাখা হয়নি শ্যুটিং। তবে বাংলাদেশকে এই গেমসে অনেক পদক উপহার দেওয়া খেলাটি ভিক্টোরিয়ায় পরের আসরে ঠিকই থাকছে। ২০২৬ সালে হতে যাওয়া ভিক্টোরিয়া (অস্ট্রেলিয়া) কমনওয়েলথ গেমসের খেলার তালিকা চূড়ান্ত হয়েছে গত পরশুই। তাতে আছে শ্যুটিং।

বিজ্ঞাপন

সেই ১৯৬৬ সাল থেকে কমনওয়েলথ গেমসে হচ্ছে শ্যুটিং। বাংলাদেশ ১৯৯২ সালে অকল্যান্ডে প্রথম সোনা জেতে আব্দুস সাত্তার নিনি ও আতিকুর রহমানের হাত ধরে। এরপর ২০০২ সালে আসিফ হোসেন খান জিতেছেন সোনা। ২০১৪ ও ২০১৮ টানা দুই আসরে রুপা জিতেছেন আব্দুল্লাহেল বাকী। গেমসে শ্যুটিং ফেরার খবরে বাকী বলেছেন, ‘এটা প্রত্যাশিতই ছিল। বার্মিংহামের আয়োজকরাই শুধু এবার খেলাটিকে রাখেনি। জানতাম পরের আসরেই তা ফিরবে। ’ শ্যুটিং না থাকায় বার্মিংহামে এবার কোনো পদকেরও দেখা পায়নি বাংলাদেশ। আর্চারি অবশ্য ভিক্টোরিয়ায়ও থাকছে না। এ আসরে নতুন যোগ হয়েছে গলফ। শ্যুটিং ফেরার খবরে ভারতীয়দেরও খুশি হওয়ার কথা। কারণ গেমসে শ্যুটিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ পদক তাদেরই। শীর্ষে অস্ট্রেলিয়া।সাতদিনের সেরা