kalerkantho

সোমবার । ২৮ নভেম্বর ২০২২ । ১৩ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

নতুন মাঠে নতুন ভাবনা

৬ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন মাঠে নতুন ভাবনা

সিলেট অফিস : উইকেট নিয়ে সমালোচনা পেছনে ফেলে আজ মালয়েশিয়ার মুখোমুখি স্বাগতিকরা। যদিও তাদের চোখ থাকবে আরো দূরের লক্ষ্যে। এক দিন পরেই যে মুখোমুখি হতে হবে আসরের অন্যতম শক্তিশালী ভারতের। তাই মালয়েশিয়ার বিপক্ষে জয়ে ফেরার পাশাপাশি সেই প্রস্তুতিও সেরে রাখতে চাইবে নিগার সুলতানার দল।

বিজ্ঞাপন

আজ থেকে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো হবে এক নম্বর মাঠে। এত দিন খেলা হওয়া দুই নম্বর মাঠের উইকেট নিয়ে সব দলের সমালোচনার জেরে এই পরিবর্তন। গতকাল উইকেট নয়, দলের লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ নারী দলের সানজিদা আক্তার মেঘলা, ‘আমি জুনিয়র। সিনিয়ররা অনেক ইতিবাচক। তাঁরা সব সময় আমাদের সমর্থন দেন। হার-জিত থাকবেই, এটা নিয়ে কোনো নেতিবাচকতা আমাদের নেই। আমরা ইতিবাচক আছি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব। আমরা নিজেদের স্ট্যান্ডার্ড বজায় রাখতে চাই। ’সাতদিনের সেরা