kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

গার্দিওলা কিছু শেখাননি হালান্ডকে!

৪ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগার্দিওলা কিছু শেখাননি হালান্ডকে!

আর্লিং হালান্ড এখন অপ্রতিরোধ্য। তাঁর পায়ে গোলের মালা। মাঠে নামলেই বদলে দিচ্ছেন রেকর্ডের পাতা। ক্যারিয়ারের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে স্নায়ুর চাপে ভোগেননি একবিন্দু।

বিজ্ঞাপন

হ্যাটট্রিকের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে ৬-৩ ব্যবধানে জয়ের নায়ক তিনিই। একজন ফরোয়ার্ডের এর চেয়ে বেশি কিছু করার থাকে না। এ জন্যই বিখ্যাত ফরাসি দৈনিক লেকিপ হালান্ডের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ১০ নম্বরের মধ্যে দিয়েছে পুরো ১০।

ফুটবল ইতিহাসের ১৪তম খেলোয়াড় হিসেবে অভিজাত এই ক্লাবে নাম লেখালেন হালান্ড। এই তালিকায় আছেন লিওনেল মেসি, রবার্ত লেভানদোস্কি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ওলেগ সালেংকোর মতো তারকারা। পেপ গার্দিওলার ম্যানসিটিতে এসে তালিকায় নাম তুললেন হালান্ডও। এ জন্য মোটেও কৃতিত্ব নিচ্ছেন না গার্দিওলা। বরং সব কৃতিত্ব দিলেন একটা সময় ম্যানসিটিতে খেলা হালান্ডের বাবা আলফিকে, ‘এখন হালান্ড যেটা করছে, সেটা ও করে এসেছে নরওয়ে, অস্ট্রিয়া আর জার্মানিতে। এটাই বাস্তবতা। বল কখন, কোথায় আসবে—এর গন্ধ পেয়ে যায় হালান্ড। ওকে আমি কিছুই শেখাইনি। সব কিছু ও শিখেছে নিজের পরিবারের (বাবার) কাছ থেকে। ’

টানা তিন ম্যাচে নিজেদের মাঠে হ্যাটট্রিক করলেন হালান্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে এমন কীর্তি নেই কারো। মর্যাদার এই লিগে দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র আট ম্যাচে তিনটি হ্যাটট্রিক তাঁর। এর আগে তিনটি হ্যাটট্রিক করতে সবচেয়ে কম ৪৮ ম্যাচ খেলেছিলেন মাইকেল ওয়েন। ক্রিস্তিয়ানো রোনালদোর লেগেছিল ২৩২ ম্যাচ। এমন ছন্দে থাকা খেলোয়াড়টির আরো উন্নতির জায়গা দেখছেন গার্দিওলা, ‘ও বলেছে পাঁচবার বল স্পর্শ করে পাঁচটি গোল করতে চায়। এটা আমার পছন্দ নয়। আমি চাই যত বেশি সম্ভব বল স্পর্শ করুক ও। হালান্ড ফুটবল খেলোয়াড়ই হয়েছে গোল করার জন্য। ওর আশপাশে আমাদের যে খেলোয়াড়রা থাকে, ওদের কারণে গোল করাটা সহজ হয়েছে হালান্ডের। ’

ম্যানচেস্টার ডার্বিতে তিন গোল আর দুই অ্যাসিস্টে খুশি হালান্ডও, ‘আমরা ছয় গোল করেছি। আর কী বলতে পারি। আমরা একে অন্যের সঙ্গে যে পাসগুলো খেলেছি, দেখতে পারেন সেগুলো। আমরা সব সময় সামনে এগিয়ে আক্রমণ করতে চেয়েছি। এর চেয়ে বেশি বলার নেই। ’ ইএসপিএনসাতদিনের সেরা