<p>১০ কিলোমিটার রোড রেসের বিশ্বরেকর্ডটা তাঁর। ইথিওপিয়ার নারী অ্যাথলেট ইয়ালেমজারফ ইয়াহুয়ালওয়ের লক্ষ্য এখন ম্যারাথনের বিশ্বরেকর্ড নিজের করে নেওয়া। ২৩ বছরের ইয়ালেমজারফ লন্ডন ম্যারাথনে রাখলেন সেই ইঙ্গিত। দুই ঘণ্টা ১৭ মিনিট ২৬ সেকেন্ডে জিতলেন মর্যাদার এই টুর্নামেন্ট। তাঁর চেয়ে কম বয়সে এমন সাফল্য নেই কারো। মেয়েদের ম্যারাথনে ২ ঘণ্টা ১৪ মিনিট ০৪ সেকেন্ডের বিশ্বরেকর্ডটা ব্রিগিড কোসগেইয়ের। লন্ডন মাতিয়ে সেই রেকর্ডে চোখ ইয়ালেমজারফের, ‘আমার লক্ষ্যটা বড়। কোনো একদিন দেখতে চাই ম্যারাথনের বিশ্বরেকর্ডে আমার নামটা।’</p> <p>রেস শেষ হওয়ার ছয় মাইল আগে ‘স্পিড বাম্প’-এর সঙ্গে ধাক্কা খেয়েছিলেন ইয়ালেমজারফ। ব্যথা পান পায়ে। সেই ব্যথা সামলে ম্যারাথন জেতাটা অবিশ্বাস্য রীতিমতো। রয়টার্স</p>