kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ফিল সল্টে ম্লান বাবর

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফিল সল্টে ম্লান বাবর

করাচিতে দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী শতরানের পর খেলা তিন ম্যাচে সেভাবে হাসেনি বাবর আজমের ব্যাট। ষষ্ঠ টি-টোয়েন্টিতে তিনিই আবার পাকিস্তানের ত্রাতা। তাঁর ৮৭* রানের ইনিংসটির কল্যাণেই ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর হয়েছে স্বাগতিকদের। ফিল সল্ট ও অ্যালেক্স হেলসদের ঝোড়ো ব্যাটিংয়ে ওই রান ৩৩ বল বাকি থাকতে ছাড়িয়ে গেছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

৮ উইকেটের জয়ে সাত ম্যাচের সিরিজে ৩-৩-এ সমতাও এনেছে সফরকারীরা।

লাহোরের ম্যাচে পাকিস্তানের শুরু হয়েছে একেবারে নড়বড়ে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ রানে ফেরেন অভিষিক্ত মোহাম্মদ হারিস। ১ রান পরে ডেভিড উইলির এলবিডাব্লিউর ফাঁদে পড়েন শান মাসুদও। ব্যাটে ঝড় তুলে আউট হয়ে যান হায়দার আলী ও ইফতেখার আহমেদও। আসিফ আলীর অবদান মোটে ৯। এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে অবিচল আস্থায় খেলে পাকিস্তান ইনিংস টেনে নেন বাবর। তিনটি ছক্কা এবং সাতটি চারে ৫৯ বলে আশি পেরোনো হার না মানা ইনিংসটি সাজিয়েছেন তিনি। ক্রিকইনফো

 সাতদিনের সেরা