kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ছিটকে গেলেন বুমরাহ!

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছিটকে গেলেন বুমরাহ!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আবারও দুঃসংবাদ ভারতের! চোটের জন্য আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসরে সম্ভবত খেলা হচ্ছে না জাসপ্রিত বুমরাহর। যদিও এই পেসারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, নিশ্চিতভাবে অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না বুমরাহর, ‘অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে না বুমরাহ। বড় চোট আছে ওর পিঠে! অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ওকে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ম্যাচে তিনি খেলতে পারছেন না। বিশ্বকাপের ভাগ্য ঝুলে আছে স্ক্যান রিপোর্টের ওপর। হাঁটুর চোটের জন্য আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে অলরাউন্ডার জাদেজারও। পিটিআইসাতদিনের সেরা