kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

অনুশীলনে বাংলাদেশ

সরগরম সিলেটের ক্রীড়াঙ্গন উত্তাপ নেই শহরে

ভারত ছাড়া টুর্নামেন্টের বাকি সব দলই আগের দিন সিলেটে পৌঁছেছিল। গতকাল পৌঁছেছে ভারতও। গতকাল প্রায় সব দলের অনুশীলনে দিনজুড়ে সরগরম ছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের চারপাশ। সকাল ১১টা থেকে দুই ঘণ্টার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নিগার সুলতানারা। একই সময়ে অনুশীলনে এসেছিল মালয়েশিয়াও। পরে দুপুর ২টার দিকে আসেন পাকিস্তান ও শ্রীলঙ্কার মেয়েরা। এর আগে সকাল ৮টায় সবার আগে অনুশীলনে আসে থাইল্যান্ড ও আরব আমিরাত দল।

ইয়াহইয়া ফজল, সিলেট   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসরগরম সিলেটের ক্রীড়াঙ্গন উত্তাপ নেই শহরে

ছবি : কালের কণ্ঠ

এক দিন পরই শুরু আসর, তবু প্রচার-প্রচারণার ছিটেফোঁটা নেই কোথাও। তবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ শহরজুড়ে এর উত্তাপ ছড়াতে না পারলেও সিলেটের ক্রীড়াঙ্গন তাতে দীর্ঘদিন পর সরগরম হয়ে গেছে ঠিকই। চলে এসেছে অংশগ্রহণকারী দলগুলোও। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই।

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে এর বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

মাত্রই বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন নিগার সুলতানারা। এর ঠিক আগে সাফজয়ী নারী ফুটবলাররা দেশজুড়ে যেন উৎসবের রং ছড়িয়ে দিয়েছিলেন। তাতে করে বাতাসে এমনিতেই ছড়িয়ে আছে নারীদের জয়ের সুবাস। ছেলেদের ক্রিকেটে যখন ব্যর্থতার পাল্লাই ভারী, তখন নারী ক্রিকেটারদের নিয়ে প্রত্যাশার পারদও চড়ছে।

যদিও গতকাল অনুশীলনের পর নির্বাচক মঞ্জুরুল ইসলাম প্রত্যাশার চাপ যেন একটু কমাতেই চাইলেন এই বলে যে ‘কোনো পেশাদার দল কোনো ক্ষেত্রেই আগেভাগে বলবে না যে তারাই চ্যাম্পিয়ন হবে। আমরাও সেটা বলছি না। কারণ এখানে অংশ নেওয়া প্রতিটি দলই শক্তিশালী। সবাইকে সমীহ করেই মাঠে নামতে হবে। ’ তবে বাংলাদেশ দলের সাবেক এই বাঁহাতি পেসার এটিও নিশ্চিত করলেন, ‘এই ব্যাপারে নিশ্চিত থাকুন যে আমাদের ক্রিকেটাররা জয় পেতে নিজেদের সেরাটাই উজাড় করে দেবে। ’ একই সুর সাবেক অধিনায়ক সালমা খাতুনের কণ্ঠেও। মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত জানিয়ে তিনি বললেন, ‘দল জয়ের মধ্যে আছে। বিশ্বকাপ বাছাই পর্ব জিতে আমরা বেশ আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতেও ভূমিকা রাখবে। ’

ভারত ছাড়া টুর্নামেন্টের বাকি সব দলই আগের দিন সিলেটে পৌঁছেছিল। গতকাল পৌঁছেছে ভারতও। গতকাল প্রায় সব দলের অনুশীলনে দিনজুড়ে সরগরম ছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের চারপাশ। সকাল ১১টা থেকে দুই ঘণ্টার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নিগার সুলতানারা। একই সময়ে অনুশীলনে এসেছিল মালয়েশিয়াও। পরে দুপুর ২টার দিকে আসেন পাকিস্তান ও শ্রীলঙ্কার মেয়েরা। এর আগে সকাল ৮টায় সবার আগে অনুশীলনে আসে থাইল্যান্ড ও আরব আমিরাত দল।সাতদিনের সেরা