kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

শীর্ষে সাইয়ুম নুরুজ্জামান

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : বিপিজিএ ওপেন গলফের দ্বিতীয় রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষে আছেন মোহাম্মদ সাইয়ুম ও মোহাম্মদ নুরুজ্জামান। দুজনই ৬ আন্ডার পার করে খেলেছেন। প্রথম দিন শীর্ষে থাকা মোহাম্মদ নাজিম দ্বিতীয় স্থানে নেমে গেছেন ৩ আন্ডার পারে। সমান ৩ আন্ডার জাকিরুজ্জামানেরও।

বিজ্ঞাপন

কুর্মিটোলা গলফ ক্লাবে হওয়া বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এ আসরে প্রথম দিন সাইয়ুম, নাজিম দুজনই খেলেছিলেন ৩ আন্ডার। কাল একই রকম ধারাবাহিক নৈপুণ্য, অর্থাৎ ৩ আন্ডার খেলেই শীর্ষে উঠে এসেছেন তাঁরা। সেখানে ১ ওভার পার খেলে দুইয়ে নেমে গেছেন নাজিম। টুর্নামেন্টে অন্যদের মধ্যে দুলাল হোসেন ও লিটন মোল্লাই শুধু পারের নিচে খেলতে পেরেছিলেন। দুজনেরই স্কোর ২ আন্ডার পার।সাতদিনের সেরা