kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

হকির ফ্র্যাঞ্চাইজিরা কোচ নিল

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’র ছয়টি ফ্র্যাঞ্চাইজির প্রধান ও সহকারী কোচ চূড়ান্ত হয়েছে। ছয় দলেরই প্রধান কোচ হিসেবে থাকবেন একজন করে বিদেশি কোচ। তাঁদের সহকারী হিসেবে থাকবেন ছয়জন দেশি কোচ। গতকাল লটারির মাধ্যমে প্রধান ও সহকারী কোচ বেছে নিয়েছে দলগুলো।

বিজ্ঞাপন

খেলোয়াড়দের আগেই কোচদের এই ড্রাফটটা হয়ে গেল।

ফ্র্যাঞ্চাইজি অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কোচরা হচ্ছেন—একমিতে ওয়াসিম আহমেদ (পাকিস্তান) ও হেদায়েতুল ইসলাম খান রাজীব; ওয়ালটনে শফিউল আজলি (মালয়েশিয়া) ও জাহিদ হোসেন রাজু; সাইফ পাওয়ারটেকে ধর্মরাজ আব্দুল্লাহ (মালয়েশিয়া) ও আশিকুর জামান; মোনার্ক মার্টে ইয়ু সিয়াং-জিন (দক্ষিণ কোরিয়া) ও শহিদুল্লাহ টিটু; মেট্রো এক্সপ্রেসে সেওংতায়ে সং (দক্ষিণ কোরিয়া) ও মওদুদ রহমান শুভ এবং রূপায়ণ গ্রুপে ইয়াং কিউও (দক্ষিণ কোরিয়া) ও মশিউর রহমান বিপ্লব।

 সাতদিনের সেরা