kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

চাপ জয় করা জয়

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেচাপ জয় করা জয়

ক্রীড়া প্রতিবেদক : বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত কোনো শক্তি তারা নয়। তবু নিজেদের মাঠে আইসিসির সহযোগী সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত রীতিমতো ভিত কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের। তাদের বিপক্ষে নুরুল হাসানের দলের হারতে হারতে জেতা নিয়ে কোথাও কোনো উচ্ছ্বসিত প্রতিক্রিয়াও শোনা যায়নি। ৭ রানের জয় নিয়ে বাইরের আবহ নেতিবাচক হলেও এর উল্টো চিত্র দলের অন্দরমহলে।

বিজ্ঞাপন

এমন জয় থেকে পুরো দল বরং ইতিবাচক বার্তাই খুঁজে নিচ্ছে বলে জানালেন মেহেদী হাসান মিরাজ।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইতে অনুশীলনের পাশাপাশি দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে এই অফস্পিনিং অলরাউন্ডারই দলের সেরা বোলার। সেই সঙ্গে দুর্দান্ত দুটি ক্যাচ নিয়ে ভীষণ প্রশংসিত এই ক্রিকেটার আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে পরশুর জয়ের ইতিবাচক প্রভাবই আবিষ্কার করলেন বেশি। তাঁর মতে, কঠিন পরিস্থিতি থেকে ম্যাচের পর ম্যাচ হারতে থাকা বাংলাদেশের জন্য এ রকম একটি জয় বড্ড জরুরি ছিল। অবশেষে এভাবে হলেও ধরা দেওয়া জয়ের সুদূরপ্রসারী প্রভাবও দেখতে পেলেন মিরাজ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা গেল, ‘একটি জয় আমাদের খুব দরকার ছিল। কারণ সর্বশেষ যে কয়েকটি সিরিজ আমরা খেলেছি বা এশিয়া কাপ, আমরা খুব কাছে গিয়ে হেরে গেছি। জিততে জিততেও হেরে গেছি। কালও (পরশু) পরিস্থিতি একই রকম ছিল। আমাদের বোলাররা খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই আত্মবিশ্বাস বিশ্বকাপে সবার কাজে লাগবে। এ জিনিসটাই আমাদের দরকার ছিল যে কিভাবে এ রকম চাপের মুহূর্ত থেকে একটি ম্যাচ জিততে হবে। কারণ এর আগে আমরা এমন ম্যাচ অনেক হেরেছি। ’ সংযুক্ত আরব আমিরাতেই হওয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অবশ্য এই সংস্করণে হারই বেশি দেখেছে বাংলাদেশ। ১৪টি টি-টোয়েন্টি খেলে মাত্র তিনটি জয়। আমিরাতের বিপক্ষে এর সর্বশেষটি পাওয়ার দিনও নানা ভুলের মহোৎসব দেখা গেছে বাংলাদেশের পারফরম্যান্সে। আজ শেষ ম্যাচে সেই ভুলগুলোও শোধরানোর তাগিদ শোনা গেল মিরাজের কণ্ঠে, ‘এখানে আমরা একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিতেই আসা। যেসব সমস্যা বা ভুল আমাদের ছিল, সেসবের পরিমাণ কমিয়ে আনতে চাই। পরের ম্যাচেও সেই চেষ্টাই থাকবে। ’ এই ম্যাচে সঙ্গী হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বের করার আত্মবিশ্বাসও। চাপ উতরে জেতার কারণেই যে জয়টি মিরাজদের কাছে অমূল্য!

 সাতদিনের সেরা