kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিক

২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে



হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিক

ম্যানচেস্টার সিটি জার্সিতে সবে শুরু করেছেন পথচলা। এটুকু সময়েই আর্লিং হালান্ডের মাঝে ক্লাব কিংবদন্তি সের্হিয়ো আগুয়েরোর ছায়া দেখছেন অনেকে। লম্বা পথ পাড়ি দিয়ে সেখানে তিনি পৌঁছাতে পারবেন কি না তা বলবে সময়, তবে সিটিতে শুরুটা দুর্দান্ত হয়েছে হালান্ডের। সর্বশেষ দুই ম্যাচেই করেছেন হ্যাটট্রিক।

বিজ্ঞাপন

ক্রিস্টাল প্যালেসের জালে তিনবার বল জড়ানোর চার দিন পর নটিংহামের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড।   লিগে পাঁচ ম্যাচে করেছেন ৯ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাতে নিজের করে নিয়েছেন তিনি। আট গোল নিয়ে আগের রেকর্ড ছিল সের্হিয়ো আগুয়েরো ও মিকি কুইনের।

হালান্ডের পায়ের জাদুতে এই পাঁচ ম্যাচে ১৯ গোল করেছে চ্যাম্পিয়ন ম্যানসিটি। পরশু নটিংহামকে সিটিজেনরা হারিয়েছে ৬-০ গোলে। স্বভাবতই কোচ পেপ গার্দিওলার প্রশংসায় ভাসছেন হালান্ড। এই স্প্যানিয়ার্ডও মনে করেন, কিংবদন্তি হওয়ার সব রসদ আছে নতুন শিষ্যের, ‘সের্হিয়ো একজন কিংবদন্তি। আধুনিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করে সে যেভাবে সিটি সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, সেটা হয়তো ভাঙতে পারবে না কেউই। আর্লিংয়ের সেখানে পৌঁছানোর সামর্থ্য আছে। সের্হিয়ো যা করেছে, তা অসাধারণ। তবে আর্লিংও প্রতিভাবান। ’

এভাবে নিয়মিত গোল উৎসব করতে পারলে প্রিমিয়ার লিগে অ্যালান শিয়েরারের সর্বোচ্চ গোলের রেকর্ডও হালান্ড ভেঙে দিতে পারেন বলে মনে করেন গ্যারি লিনেকার, ‘এভাবে এগোতে থাকলে হ্যারি কেইনের আগে শিয়েরারের রেকর্ড ভেঙে দেবে হালান্ড। ’ ম্যানইউর সর্বোচ্চ গোলদাতা মাইকেল ওয়েনের বিশ্বাস, ‘গোল নিয়ে যত রেকর্ড আছে, সব ভেঙে দেবে এই ছেলেটি। ’

ওদিকে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখে  অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। লিভারপুল একই ব্যবধানে হারিয়েছে নিউক্যাসলকে। লিগ ওয়ানে নেইমার-এমবাপ্পের লক্ষ্যভেদে পএসজি ৩-০ গোলে হারিয়েছে তুলুজকে।   স্কোরশিটে নাম ওঠাতে না পারলেও নেইমার ও এমবাপ্পের গোল দুটিতে অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। এএফপি

 



সাতদিনের সেরা