kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

পেনাল্টির সমাধান পিএসজির

২০ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপেনাল্টির সমাধান পিএসজির

সমালোচনায় বিদ্ধ কিলিয়ান এমবাপ্পে। মপেঁলিয়রের বিপক্ষে প্রথম পাওয়া পেনাল্টি মিস করেছিলেন তিনি। পিএসজি দ্বিতীয় পেনাল্টি পেলে তাড়াহুড়া করে নিতে যাওয়ার আগে ধাক্কা লাগে লিওনেল মেসির কাঁধে। তবে এমবাপ্পেকে থামিয়ে শটটা নেন নেইমার, গোলও করেন।

বিজ্ঞাপন

মাঠে সেই উদযাপন করেননি এমবাপ্পে। এরপর ড্রেসিংরুমে এ নিয়ে তুলকালাম। হাতাহাতিও নাকি করেছেন দুজন, যা পরিচিতি পেয়েছে ‘পেনাল্টিগেট’ কেলেঙ্কারি নামে। দুই তারকার সঙ্গে বসে পিএসজি অবশ্য মিটমাটও করে ফেলেছে। গতকাল সংবাদ সম্মেলনে কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানালেন সেটাই, ‘আমাদের প্রথম পেনাল্টি টেকার এমবাপ্পে আর দ্বিতীয় নেইমার। এরপর আছে মেসি, রামোসের নাম। গুরুত্বপূর্ণ হচ্ছে ফরোয়ার্ডদের গোল করা, যেন তাদের আত্মবিশ্বাস বাড়ে। ’

পেনাল্টি কেলেঙ্কারির পর এক ভক্ত টুইট করে জানিয়েছিলেন, যেকোনো দলই পেনাল্টি নিতে দেবে নেইমারকে, অন্য কাউকে নয়। এমন টুইটে নেইমার লাইক করার পর এমবাপ্পের সঙ্গে উত্তেজনা বেড়েছিল আরো। তবে পরদিনই দুজনের মনোমালিন্য কেটে গেছে বলে নিশ্চিত করেছেন গালতিয়ের, ‘এই পর্বটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। গত সপ্তাহে কঠোর অনুশীলন করেছে সবাই, আমি খুশি। ’

অনুশীলনে মেসি, নেইমারের সঙ্গে এমবাপ্পেকে মজা করতে দেখা গেলেও ব্যাপারটা হালকাভাবে নিচ্ছেন না ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনি। মেসির মতো কিংবদন্তিকে পেনাল্টি নিতে যাওয়ার আগে ধাক্কা দেওয়ায় ক্ষুব্ধ এমএলএসের দল ডিসি ইউনাইটেডের এই কোচ, ‘২২-২৩ বছর বয়সী কোনো খেলোয়াড় মেসির কাঁধে ধাক্কা মারছে, এমন ঔদ্ধত্য আমি কখনো দেখিনি। কেউ এমবাপ্পেকে মনে করিয়ে দিন, ২২ বছর বয়সে মেসির চারটা ব্যালন ডি’অর ছিল। ’ আসলে ২২ বছর বয়সে মেসি ব্যালন ডি’অর জিতেছিলেন একটি। তবু তিনি যে বিনয়ী ছিলেন সেটাই বোঝাতে চেয়েছেন রুনি। এএফপিসাতদিনের সেরা