kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

নাদালের হার

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাদালের হার

কোর্টে ফেরাটা সুখকর হলো না রাফায়েল নাদালের। সিনসিনাটি ওপেনে নিজের প্রথম ম্যাচে বোর্না কোরিচের কাছে ২-১ সেটে হেরে গেছেন স্প্যানিয়ার্ড তারকা। চোটের জন্য উইম্বলডনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানোর পর এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। এই একটি ম্যাচ খেলে ইউএস ওপেনে খেলতে হবে তাঁকে।

বিজ্ঞাপন

র‌্যাংকিংয়ের শীর্ষে ফেরাও আপাতত হলো না নাদালের। এএফপিসাতদিনের সেরা