kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

ঢুস মেরে নিষিদ্ধ নুনেজ

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢুস মেরে নিষিদ্ধ নুনেজ

লিভারপুলের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার তিনি। নিজের ৮৫ মিলিয়ন পাউন্ড দামের যথার্থতাও প্রমাণ করেছেন কমিউনিটি শিল্ডের পর প্রিমিয়ার লিগ অভিষেকে গোল করে। সেই দারউইন নুনেজই এবার তিন ম্যাচ নিষিদ্ধ ‘হেডবাট’ কাণ্ডে। অ্যানফিল্ডে অভিষেকেই লাল কার্ড দেখেছেন ৫৭ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনকে ঢুস মেরে।

বিজ্ঞাপন

২০১০ সালে জো কোলের পর অ্যানফিল্ডে অভিষেকেই লাল কার্ড দেখলেন লিভারপুলের কেউ। ১-১ সমতায় ম্যাচ শেষে কোচ ইয়ুর্গেন ক্লপ জানালেন,‘ এটা লাল কার্ড ছিল। ওকে প্ররোচিত করা হয়েছে। তখন নুনেজের যে আচরণ করা উচিত ছিল সেটা সে করেনি। ’

এদিকে পিএসজি থেকে জুভেন্টাসে নাম লিখিয়ে সাসুউলোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের অন্যতম নায়ক আনহেল দি মারিয়া। নিজে এক গোল করার পাশাপাশি ভ্লাহোভিচকে দিয়ে করিয়েছেন একটি। তবে চোট নিয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়ায় তুরিনে শুরুর শেষটা শতভাগ আনন্দের হয়নি দি মারিয়ার। এএফপিসাতদিনের সেরা