kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

এমবাপ্পে-নেইমারের দ্বন্দ্ব!

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএমবাপ্পে-নেইমারের দ্বন্দ্ব!

এবার মাঠেও অশান্তিতে ছায়া ফেলেছে নেইমার ও এমবাপ্পের কথিত দূরত্বের। একই ম্যাচের আরেকটি ঘটনায় এমবাপ্পের সমালোচনা করছে পিএসজি সমর্থকরাই। এমন বিতর্কে কিছুটা আড়ালে পড়ে গেছে মঁপেলিয়রকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে নেইমারের জোড়া গোল এবং চোট কাটিয়ে মাঠে ফেরা এমবাপ্পে, সানচেজের লক্ষ্যভেদ।

ম্যাচের প্রথম পেনাল্টিটি এমবাপ্পে মিস করেন।

বিজ্ঞাপন

তবে ৫১ মিনিটে পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকে নেইমার গোল করেন। ম্যাচের পর এক ভক্তের টুইট, ‘পৃথিবীর আর কোনো ক্লাবে পেনাল্টির ক্ষেত্রে নেইমারের বিকল্প নেই। ’ আর এই টুইটে লাইক দিয়েছেন নেইমার। তাতেই তোলপাড়। এর আগে এদিনসন কাভানির সঙ্গেও পেনাল্টি নিয়ে ঝামেলা ছিল নেইমারের। এছাড়া ম্যাচে ভিতিনহা মেসির উদ্দেশে পাস দিতেই দাঁড়িয়ে পড়েন এমবাপ্পে। তাঁর এই আচরণ নিয়ে চর্চা চলছে পিএসজি সমর্থক মহলে।

এদিকে লেভানদোস্কি, রাফিনিয়া, ক্রিস্টেনসেনদের নিয়ে নতুন বার্সেলোনার শুরুটা হয়েছে হতাশায়। রায়ো ভায়েকানোর সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে তারা। অবশ্য গত মৌসুমে দুবারই বার্সাকে হারিয়েছিল ভায়েকানো। এর নায়ক অসাধারণ সব সেভ করা গোলরক্ষক দিমিত্রিভস্কি। ম্যাচে তিনটি গোল হলেও অফসাইড আর ফাউলের কারণে বাতিল হয় সবগুলো। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক সের্হিয়ো বুশকেত্জ। সব মিলিয়ে হতাশাটা লুকাননি কোচ জাভি এর্নান্দেস, ‘হয়তো চাপ আর প্রত্যাশার কাছে নুয়ে পড়তে হয়েছে আমাদের। ’

সিরি ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের শুরুটা হয়েছে উদিনেসকে ৪-২ গোলে হারিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ম্যানইউ। ১৯৯২ সালের পর এবারই প্রথম ২০ নম্বরে তারা। এ জন্য ক্ষমা চাইলেন কোচ এরিক টেন হাগ, ‘৩৫ মিনিটে চার গোল হজম করেছি আমরা। খেলোয়াড়দের এর দায় নিতে হবে (গোলরক্ষকের হাস্যকর ভুলে গোল হয়েছে দুটি)। সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ’ এএফপিসাতদিনের সেরা