kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

প্রস্তাব ছিল তামিমেরও

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রস্তাব ছিল তামিমেরও

ক্রীড়া প্রতিবেদক : দুই বছরের জন্য তিন কোটি টাকা। কয়েকটি ছবিতে পোজ দিলেই হবে। বাংলাদেশের যেকোনো ক্রিকেটারের জন্য লোভনীয় প্রস্তাব। তবু এমন একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন  ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিজ্ঞাপন

ওয়ানএক্স.বেট নামের সেই প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনচিত্রে যদিও দেখা যায় ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ও সুরেশ রায়নাকে।

সাকিব আল হাসানের মতো তামিমের কাছেও প্রস্তাবনা এসেছিল সরাসরি কোনো বেটিং হাউস নয়, একটি নিউজ পোর্টালের নামে; কিন্তু এই নিউজ পোর্টালটির সঙ্গে ওয়ানএক্স.বেট সম্পৃক্ত থাকায় তিন কোটির চুক্তিতে যাননি তামিম ইকবাল। এই চুক্তিসংশ্লিষ্ট একজন গতকাল নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘এটা ইমেজের ব্যাপার। চুক্তির প্রস্তাব একটি নিউজ পোর্টাল থেকে এলেও এর সংশ্লিষ্টতা নিয়ে আপত্তি আছে তামিমের। ইমেজের ব্যাপার আছে। তাই অনেক টাকার অফার হলে তামিম সেটি ফিরিয়ে দিয়েছেন। ’

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আরো কয়েকজন ক্রিকেটার এ ধরনের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সায় দেননি, ‘এগুলো (বেটউইনার নিউজ) কী, আমরা জানি। আমাদের আরো কয়েকজন এমন প্রস্তাব পেয়েছিল; কিন্তু ওরা চুক্তি করেনি। ওরা বুঝতে পেরেছে এগুলোতে ঝামেলা আছে। ’সাতদিনের সেরা