kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

বিদায় নয়, বিবর্তন

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদায় নয়, বিবর্তন

ভোগ ম্যাগাজিনে লেখা নিজের নিবন্ধে শেষের ডাক শোনালেন সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের পর অবসরের ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ক্ষণ গণনা (অবসরের) শুরু হয়ে গেছে। ’

তবে সরাসরি অবসর শব্দটিতে আপত্তি আছে সেরেনার, ‘অবসর শব্দটি কখনোই আমার পছন্দ ছিল না। আমি যা করতে চাচ্ছি, সেটাকে বিবর্তন শব্দ দিয়ে ভালোভাবে বোঝানো যায়।

বিজ্ঞাপন

টেনিস থেকে বেরিয়ে অন্য কিছুতে বিবর্তিত হচ্ছি। টেনিস ছাড়া নিয়ে স্বামী অ্যালেক্সিসের সঙ্গেও তেমন কথা হয়নি। কয়েক বছর আগে নীরবে সেরেনা ভেঞ্চার্স নামের প্রতিষ্ঠান গড়েছিলাম। এরপর পারিবারিক জীবন শুরু করলাম, যা আরো বড় করতে চাই। ’ এএফপিসাতদিনের সেরা