kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

এশিয়া কাপও গেল নুরুলের

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : সিঙ্গাপুর যাওয়ার আগেও এশিয়া কাপ খেলার ন্যূনতম আশা ছিল তাঁর। কিন্তু সেখানে যাওয়ার পর গতকাল নিজের ফেসবুক পেজে তিনি যা জানালেন, তাতে নুরুল হাসান সোহান নিজেও আর এশিয়ান ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরে খেলার আশা করছেন বলে মনে হয় না। তিনি জানিয়েছেন, জিম্বাবুয়ে সফর থেকে বয়ে আনা বাঁ হাতের চোটগ্রস্ত তর্জনীতে অস্ত্রোপচার লাগছেই লাগছে।

জিম্বাবুয়েতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক পুরো সিরিজে নেতৃত্ব দিতে পারেননি।

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে পুরো সফর থেকেই ছিটকে পড়েন। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া উইকেটরক্ষক-ব্যাটারকে এশিয়া কাপে পাওয়া নিয়ে অনিশ্চয়তাও ছিল। পাশাপাশি ক্ষীণ আশাও ছিল। কিন্তু তাঁর চোট পাওয়া আঙুলের স্ক্যান রিপোর্ট সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছে পাঠানোর পর সে আশাও বিলীন হতে থাকে। তাঁরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানান। সিঙ্গাপুর যাওয়ার পরও বদলায়নি সেই মত। অস্ত্রোপচারের টেবিলে নুরুলকে উঠতেই হচ্ছে। তাই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতেও সময় লাগবে আরো অনেক বেশি। যে কারণে এশিয়া কাপে তাঁকে পাওয়ার কোনো সম্ভাবনাই আর অবশিষ্ট থাকল না।সাতদিনের সেরা