kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

রেকর্ড টাইমিংয়ে নিজেকে ছাড়িয়ে ইমরানুর

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরেকর্ড টাইমিংয়ে নিজেকে ছাড়িয়ে ইমরানুর

ইমরানুর রহমান

ক্রীড়া প্রতিবেদক : বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টের হিটে বাদ পড়েছিলেন ইমরানুর রহমান। বাংলাদেশের এই দ্রুততম মানবের টাইমিং ছিল ১০.৪৭ সেকেন্ড, যা তাঁর সেরা। তবে ইমরান নিজেকে ছাড়িয়ে গেলেন তুরস্কের কোনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে। গতকাল হিটে আটজনের মধ্যে দ্বিতীয় হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

ইমরানের টাইমিং ছিল ১০.০১ সেকেন্ড।

এক সপ্তাহ না ঘুরতেই টাইমিংয়ে এমন উন্নতি অভাবিত। এটা যেমন তাঁর ব্যক্তিগত সেরা, তেমনি ১০০ মিটারে বাংলাদেশেরও সর্বোচ্চ। এমন টাইমিং নিয়ে ইংল্যান্ডপ্রবাসী এই অ্যাথলেট জানালেন, ‘ইংল্যান্ডে চোট ছিল আমার, তাই নিজের সেরাটা দিতে পারিনি। এখানে চোট সামলে চেষ্টা করেছি সর্বোচ্চটা। ’

আজ সেমিফাইনালের ট্র্যাকে নামবেন তিনি। সেখানে কি চেষ্টা করবেন ১০.০১ সেকেন্ডের টাইমিং ছাড়িয়ে যেতে? ইমরান জানালেন, ‘ইতিহাস তো ভাঙার জন্যই গড়া হয়। ’ ইমরানের সামনে থাকা সিসে গুইয়ের টাইমিং ৯.৭৮ সেকেন্ড।

এদিকে মেয়েদের টেবিল টেনিসে এককের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন সাদিয়া ইসলাম মৌ। প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের আইকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মৌ জেতেন ৩-২ ব্যবধানে। তবে শেষ আটে তিনি থামেন ইরানের নেদা শাহসাভারির কাছে ৩-০ সেটে হেরে।সাতদিনের সেরা