kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

গোলমেশিনের বাকি আর ‘২৫৮’

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেগোলমেশিনের বাকি আর ‘২৫৮’

তাঁর উদযাপনটা অদ্ভুত। গোলের পর আবেগে ভেসে না গিয়ে হয়ে যান ধ্যানমগ্ন ঋষি। প্রিমিয়ার লিগ অভিষেকে জোড়া গোল করেও এমন উদযাপন করলেন ম্যানচেস্টার সিটির নতুন তারকা আর্লিং হালান্ড। ম্যানসিটিও ২-০ ব্যবধানে ওয়েস্ট হামকে হারিয়ে শুরু করল নতুন মৌসুম।

বিজ্ঞাপন

পেপ গার্দিওলার দলের খেলার চেয়ে ইংলিশ সাবেকদের বেশি নজর ছিল হালান্ডের ওপর। অভিষেকে দুই গোল করে তাঁদের হৃদয় জয় করেছেন নরওয়ের ২২ বছর বয়সী এই তারকা। প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ২৬০ গোলের কীর্তি অ্যালান শিয়েরারের। রেকর্ডটা হালান্ড ভাঙতে পারেন বলে ভবিষত্বাণী তাঁর, ‘আর্লিং হালান্ড, আর বাকি ২৫৮ গোল!’

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলের তালিকায় ১০ নম্বরে মাইকেল ওয়েন। ইংল্যান্ডের সাবেক এই তারকা ‘গোলমেশিন’ বলেই ডাকলেন হালান্ডকে, ‘এই ছেলেটা নিঃসন্দেহে গোলমেশিন। এটা যদি বড় কিছুর ইঙ্গিত হয়, তাহলে সব দলের রক্ষণই আতঙ্কে থাকবে। ’ ম্যানসিটির হয়ে জোড়া গোলে অভিষেক হয়েছিল সের্হিয়ো আগুয়েরোর। অভিষেকে এই আর্জেন্টাইনের পাশে বসলেন হালান্ড।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডকে থামাতে বক্সে ফাউল করতে বাধ্য হন ওয়েস্ট হাম গোলরক্ষক আরেওলা। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ তাঁর। কেভিন ডি ব্রুইনের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ৬৫ মিনিটে। তাঁর খেলা দেখে মুগ্ধ ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকারও, ‘হালান্ড অপ্রতিরোধ্য। একেবারে নিখুঁত স্ট্রাইকার, যার গোল সংখ্যাটা অনেক বড় হতে যাচ্ছে। সত্যিকারের বিস্ময়কর প্রতিভা। ’ জোড়া গোলে অভিষেকে খুশি হলেও হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ অবশ্য আছে হালান্ডের, ‘শুরুটা খুব ভালো হলো। তবে হ্যাটট্রিক নিয়ে মাঠ ছাড়তে পারতাম আমি। ’ বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাঁর হতাশা দেখে খুশিই হয়েছেন কোচ পেপ গার্দিওলা, ‘এটা আমার পছন্দ হয়েছে। আমি সৌভাগ্যবান যে মেসির সঙ্গে কাজ করেছি। ও দুই গোল করলে তিনটা চাইত, তিনটা করলে চারটা আর চারটা করলে পাঁচটা। গোল করা যাদের নেশা তারা অল্পে সন্তুষ্ট হয় না। ’

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ে শুরু করেছে অলিম্পিক মার্সেই। নতুন কোচ ইগর তিওদেরের হাত ধরে তারা ৪-১ গোলে হারায় রেইমসকে। অথচ ম্যাচ শুরুর আগে সাবেক কোচ হোর্হে সাম্পাওলি ক্লাব ছাড়ায় স্বাগতিক দর্শকরা দুয়ো দিচ্ছিল মার্সেই ফুটবলারদের। ম্যাচ শেষে সেই দুয়োটা বদলে যায় করতালিতে। এএফপিসাতদিনের সেরা