নিউজিল্যান্ডকে ১৪৮ রানেই বেঁধে রেখেছিল নেদারল্যান্ডস। অল্প পুঁজি নিয়েও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিউইরা জিতেছে ১৬ রানে। ব্লায়ার টিনকার ৪টি ও বেন সিয়ার্স ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের ১৯.৩ ওভারে গুটিয়ে দেন ১৩২ রানে। বিফলে যায় ডি লিডসের ৫৩ বলে ৬৬ রানের ইনিংস।
বিজ্ঞাপন