ক্রীড়া প্রতিবেদক : সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কা অনেক আন্তর্জাতিক ক্রীড়া আসরই আয়োজন করতে পারছে না। তবে ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-২ এর খেলা হচ্ছে সেখানে। বাংলাদেশও অংশ নিচ্ছে সে আসরে।
পাঁচ সদস্যের বাংলাদেশ দল আজই দেশ ছাড়ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়া অন্য দলগুলো হলো ব্রুনেই, ইরাক, কিরগিজস্তান, ম্যাকাও, মালদ্বীপ, ওমান, কাতার ও ইয়েমেন। প্রথমে দুটি গ্রুপে হবে খেলা। পরে দুই গ্রুপের শীর্ষ দল খেলবে ফাইনাল। চ্যাম্পিয়ন দল উন্নীত হবে এশিয়া-ওশেনিয়া জোনের গ্রুপ-৩ এ।