kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

শেখ কামাল পুরস্কারে লিটন-বাকী-সাবিরা

৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেখ কামাল পুরস্কারে লিটন-বাকী-সাবিরা

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (ডানে)। ছবি : কালের কণ্ঠ

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পুরস্কার এখন দেওয়া হয় সাবেক খেলোয়াড়দের। এবার এই পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার লিটন দাস, শ্যুটার আব্দুল্লাহেল বাকী ও ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা।

শেখ কামাল পুরস্কার পেয়ে আনন্দিত বাকী, ‘এ পর্যন্ত যত পুরস্কার পেয়েছি তার মধ্যে সবচয়ে বড় পুরস্কার এটিই। স্বাভাবিকভাবেই খুব আনন্দ লাগছে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি  এই পুরস্কার তাঁদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেরা তিন খেলোয়াড়ের পাশাপাশি উদীয়মান কোটায় এই পুরস্কার নেবেন ক্রিকেটার শরীফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী। আজীবন সম্মাননা পাচ্ছেন হারুনুর রশীদ। এ ছাড়া সংগঠক হিসেবে সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম এবং ক্রীড়া সাংবাদিক কাশীনাথ বসাক পাচ্ছেন এই পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং পৃষ্ঠপোষক গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সও আছে এই তালিকায়।সাতদিনের সেরা