টেস্টের ‘ঝড়’ শেষ। নতুন ফরম্যাট নিয়ে নতুন দ্বীপরাষ্ট্রে টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদ উল্লাহর হাতে তিন ম্যাচ সিরিজের ট্রফি। অবশ্য সেটিতে হাত আছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানেরও। শেষমেশ কার হাতে ট্রফিটি ওঠে, সেটি সময়ই বলবে।
বিজ্ঞাপন
গতরাতের ম্যাচটি অবশ্য প্রকৃতির হাতে তোলা, দুপুরেও যে বৃষ্টি হচ্ছিল ডমিনিকায়। ছবি : সৌজন্য