kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

অফসাইডের নতুন প্রযুক্তি

২ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাতার বিশ্বকাপের অফিশিয়াল বল ‘রিহলা’য় লাগানো থাকবে একটি সেন্সর। এটি তথ্য পাঠাবে প্রতি সেকেন্ডে ৫০০ বার। স্টেডিয়ামের ছাদে থাকবে ১২টি শতভাগ সিনক্রোনাইজড মাল্টিট্র্যাকিং ক্যামেরা। এটা বল আর খেলোয়াড়ের ২৯টি পয়েন্টে নজরদারি করবে।

বিজ্ঞাপন

পাশাপাশি প্রতি সেকেন্ডে সার্ভারে যে তথ্যগুলো পাঠাতে থাকবে সেটা নিখুঁতভাবে ধরতে পারবে খেলোয়াড়দের পজিশন। গতকাল ফিফা নিশ্চিত করেছে, অফসাইডের জটিলতা কাটাতে ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’ নামের এই প্রযুক্তি ব্যবহৃত হতে যাচ্ছে কাতার বিশ্বকাপে।

কোনো খেলোয়াড় অফসাইড পজিশনে থাকলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বুথে একটা ট্রিগার অ্যালার্ট পাঠাবে এই অত্যাধুনিক প্রযুক্তি, এর সাহায্য নিতে পারবেন মাঠের রেফারি। গত বছর ক্লাব বিশ্বকাপ ও আরব কাপে সফলভাবে ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি। ভিএআরে যেখানে অফসাইড নির্ধারণে ৭৫ সেকেন্ড লেগে যায় সেখানে ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’ প্রযুক্তিতে লাগবে ২৫ সেকেন্ড।   ফিফাসাতদিনের সেরা