শুরুটা একদম ভালো হয়নি ভারতের। দলীয় স্কোর তিন অঙ্ক ছোঁয়ার আগে সফরকারীরা হারায় টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে। তবে দুর্দান্ত শতরানে ওই ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ভালো একটা স্কোর এনে দিয়েছেন ঋষভ পান্ট। পাল্টা আক্রমণে দলের বিপদে ২০টি চার এবং চার ছক্কায় ১১১ বলে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন পান্ট।
বিজ্ঞাপন
গোড়ালির চোটের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টটা খেলতে পারেননি অ্যান্ডারসন। দলে ফিরেই সেই ভয়ংকর রুদ্ররূপ তাঁর, জোড়া আঘাতে তুলে নেন ভারতের দুই ওপেনারকে। জোড়া আঘাত পটসেরও, হনুমা বিহারীকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলার পর শিকার বানান বিরাট কোহলিকেও। ১১ রান করে বোল্ড হন ব্যাটে সুসময় খুঁজে ফেরা সাবেক এই অধিনায়ক। খানিকটা পরে অ্যান্ডারসন শ্রেয়াস আয়ারকেও ফেরালে ভারত যেন পরিণত হয় ধ্বংসস্তূপে। তবে পান্ট ও জাদেজার প্রতিরোধে স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে! ক্রিকইনফো