ঘাম ঝরানো জয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে রাফায়েল নাদাল। লিথুয়ানিয়ার রিকার্দাস বেরানকিসের বিপক্ষে প্রথম দুই সেট সহজে জিতলেও তৃতীয়টি হেরে বসেন। তবে চতুর্থটি অনায়াসে জিতে ৩-১ সেটের জয়ে শেষ বত্রিশে নাম ওঠান স্প্যানিয়ার্ড তারকা। লেসলে প্যাট্টিনামা কেরখোভের বিপক্ষে ২-১ সেটের কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডে ইগা শিয়াতেকও।
বিজ্ঞাপন