kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

বদলে যাওয়া ইংল্যান্ডের সামনে বুমরাহর ভারত

১ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবদলে যাওয়া ইংল্যান্ডের সামনে বুমরাহর ভারত

ইতিহাসের দোরগোড়ায় ছিল ভারত। করোনার আঘাতে পিছিয়ে যায় উপলক্ষটি। তাই ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে জেতা হয়নি টেস্ট সিরিজ। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে দেশে ফেরে বিরাট কোহলির দল।

বিজ্ঞাপন

গত বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টটি আজ মাঠে গড়াবে বার্মিংহামে। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের হাত ধরে এই সময়ে বদলে গেছে ইংল্যান্ড। যে দল সর্বশেষ ১৭ টেস্টের মাত্র একটি জিতেছিল, তারাই হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ডকে। বদলে যাওয়া এই ইংল্যান্ডের সঙ্গে খেলার আগে নতুন অধিনায়ক জাসপ্রিত বুমরাহর নেতৃত্বে নামছে ভারত। এ বছর ছয় মাসের ব্যবধানে পাঁচ অধিনায়কের নেতৃত্বে খেলেছে দলটি। কারণ রোহিত শর্মা করোনায় আক্রান্ত। কপিল দেবের পর প্রথম ফাস্ট বোলার হিসেবে তাই নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে জস বাটলারকে বেছে নিয়েছে ইংল্যান্ড। ক্রিকইনফোসাতদিনের সেরা