ফরম্যাট বদলের সঙ্গে বদলেছে সিরিজের ভাগ্যও। টি-টোয়েন্টিতে জিতেছে অস্ট্রেলিয়া, এর বদলা নিয়েছে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ জিতে। কুলীন টেস্ট ক্রিকেটে জিতবে কে, অস্ট্রেলিয়া না শ্রীলঙ্কা। গলেতে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজের প্রথমটি।
বিজ্ঞাপন
স্বাগতিকদের তৈরি স্পিন ফাঁদের কথা মাথায় রেখে একাদশে লেগ স্পিনার মিচেল সোয়েপশনকে খেলানোর কথা অস্ট্রেলিয়ার।