kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু পল্টনে

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু পল্টনে

স্কুল ফুটবলে যশোর বেনাপোল মাধ্যমিক স্কুলের গোলোৎসব। ছবি : কালের কণ্ঠ

ক্রীড়া প্রতিবেদক : আট দল নিয়ে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে পল্টন ময়দানে। গতকাল প্রথম ম্যাচে মাগুরা জিলা স্কুল ১-০ গোলে ময়মনসিংহ জিলা ফুটবল দলকে হারিয়েছে, অন্য ম্যাচে যশোর বেনাপোল মাধ্যমিক স্কুল ৩-১ গোলে হবিগঞ্জের আলী ইদ্রিস হাই স্কুলকে হারিয়েছে। এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পল্টন ময়দানে কোনো অবকাঠামো না গড়ার আশ্বাস দিয়েছেন, ‘পল্টন ময়দান যেমন আছে তেমনই থাকবে। এখানে বাইরের ছেলেপুলেরা এসে খেলতে পারে, সেটা কখনো বন্ধ করা যাবে না।

বিজ্ঞাপন

সবার জন্য একটা খেলার জায়গা রাখতে হবে। এ ছাড়া বিভিন্ন ফেডারেশনও এটা ব্যবহার করে। তবে খেলোয়াড়দের জন্য এখানে ড্রেসিংরুমের দাবি উঠেছে, সেটা আমি জেনে গেলাম। ’সাতদিনের সেরা