প্রতিভার ঝলক ছিলই। ধূমকেতুর মতো হারিয়ে না গিয়ে পরিণতও হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়ক এই ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একমাত্র গোলটি তাঁর।
বিজ্ঞাপন
দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বাজির ঘোড়া ছিলেন নেইমার। কাতারে সেই ভূমিকাটা ভিনিসিয়ুস নিতে পারেন বলে সেক্সট্রা এস্ট্রেলাকে জানালেন তিতে, ‘‘আমরা যখন অনুশীলন করি, তখন ভিনিকে বলি ‘তুমি হচ্ছ ২০১৪ বিশ্বকাপের নেইমার। ’ কারণ তখন বার্সেলোনার পাশাপাশি ব্রাজিলে নেইমার খেলত উইংয়ে। এখন ভিনিসিয়ুস খেলে একই পজিশনে আর নেইমার খেলে মাঝে। ’’
পিএসজিতে আক্রমণভাগের দুই দিকে থাকেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে, আর মাঝখানে নেইমার। ব্রাজিলেও তা-ই। তবে নতুন পজিশনে পিএসজিতে নিষ্প্রভ নেইমার। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার প্রথম বছর গোল করেছিলেন ২৮টি। এরপর তাঁর ধার কমেছে। গত পাঁচ বছরে ১৪৪ ম্যাচে গোল ১০০টি। গত মৌসুমে লক্ষ্যভেদ মাত্র ১৩ বার। তাহলে কি আবারও উইয়ংয়ে ফিরিয়ে আনা উচিত নেইমারকে? তিতের জবাব, ‘কোনো কোচ যদি নেইমারকে উইংয়ে খেলায়, তাঁকে গাধা বলব আমি। কারণ তাতে সৃজনশীল একজন খেলোয়াড়ের ক্ষমতা সীমাবদ্ধ করে দেওয়া হবে। ’ মার্কা