উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। এবার জিতলে পিট সাম্প্রাসের সমান সাত শিরোপা হবে সার্বিয়ান তারকারও। ওই স্বপ্নপূরণে প্রথম রাউন্ডে কিওন সুন উর বিপক্ষে ৩-১ সেটে জিতেছেন জোকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবে এটা তাঁর ৮০ তম জয়।
বিজ্ঞাপন
প্রথম খেলোয়াড় হিসাবে চারটি ভিন্ন গ্র্যান্ড স্লামে অন্তত ৮০টি করে জয়ের অনন্য রেকর্ডও তাতে গড়েছেন জোকোভিচ। ছবি : এএফপি