মাত্র ৩ রানের জন্য অভিষেক সেঞ্চুরিটা পেলেন না জেমি ওভারটন। তবু প্রশংসায় ভাসছেন তিনি! ইংল্যান্ডকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলায় বিস্ফোরক জনি বেয়ারস্টোর পাশাপাশি বিশেষজ্ঞ পেসার হিসেবে একাদশে সুযোগ পাওয়া ওভারটনের ইনিংসটার মূল্যও যে অনেকখানি!
নিউজিল্যান্ডের ৩২৯ রানের জবাবে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বেন স্টোকসের দল। কিন্তু সপ্তম উইকেটে বেয়ারস্টো ও ওভারটনের ২৪১ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে প্রথম ইনিংসে ৩৬০ রান করে ৩১ রানে এগিয়ে যায় ইংল্যান্ড। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ১৫৭ বলে ২৪টি চারে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বেয়ারস্টো।
বিজ্ঞাপন
টম লাথাম ও কেন উইলিয়ামসনের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করে নিউজিল্যান্ডও। ব্যাটিংয়ে আলো ছড়ানো ওভারটন হাফসেঞ্চুরিয়ান লাথামকে (৭৬) ফিরিয়ে ভেঙেছেন তাঁদের ৯৭ রানের জুটিটা। খানিকটা বিরতি দিয়ে এক রানের ব্যবধানে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ফিরলে পথ হারায় কিউইরা। এ প্রতিবেদন লেখার সময় ৫ উইকেটে ১৬১ রান করে ১৩০ রানে এগিয়ে ছিল সফরকারীরা। এএফপি