ক্রীড়া প্রতিবেদক : নিজেদের স্কোরবোর্ডে পুঁজি কম। তার ওপর প্রথম দিনের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজ ওভারপ্রতি চারের বেশি রান তোলায় ব্যাকফুটে ছিল বাংলাদেশ। সেখান ফিরতে হলে দ্বিতীয় দিনের সকালেই কিছু একটা ঘটাতে হবে—বোলারদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলেন তামিম ইকবাল। গতকাল প্রথম ঘণ্টার আগেই ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দিয়ে সেই প্রত্যাশা পূরণ করেছেন শরীফুল ইসলাম।
বিজ্ঞাপন
লাঞ্চের আগে চার উইকেট নিয়ে প্রথম সেশনটা নিজেদেরই করে নেয় বাংলাদেশ। লাঞ্চের সময় স্কোর ছিল ৪ উইকেটে ১৩৭ রান। খালেদ আহমেদ দুটি আর একটি করে উইকেট শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। ৫১ রান করা অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে বোল্ড করেন মিরাজ। এরপর একই ওভারে রেইফার (২২ রান) ও বোনারকে (০) ফেরান খালেদ আহমেদ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের ২৩৪ রানের জবাবে ক্যারিবীয়রা ব্যাট করছিল ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে। জার্মেই ব্লাকউড ২ ও কাইল মেয়ার্স ব্যাট করছিলেন ৪ রান নিয়ে।