kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

সালাহকে চায় রিয়াল

২৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসালাহকে চায়  রিয়াল

২০১৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সের্হিয়ো রামোসের সঙ্গে সংঘর্ষে মাঠ ছাড়ার পর রিয়ালকে তোপ দেগেছিলেন মো সালাহ। গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগেও ঘোষণা দিয়েছিলেন প্রতিশোধের। সেই সালাহ আক্রমণের শক্তি বাড়াতে আসছেন রিয়ালে?

নতুন চুক্তির জন্য সালাহর দাবি সপ্তাহে চার লাখ পাউন্ড। তাতে রাজি নয় লিভারপুল।

বিজ্ঞাপন

তাই দ্য সান জানিয়েছে, ৬০ মিলিয়ন পাউন্ড বা ৭০ মিলিয়ন ইউরো প্রস্তাব পেলে সালাহকে ছেড়ে দেবে তারা। রিয়ালের জন্য বড় সুযোগ এটা। সালাহ চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না হলেই প্রস্তাব পাঠাবে তারা। গত মৌসুমে ৩১ গোল ও ১৬ অ্যাসিস্ট করা সালাহর জন্য ৭০ মিলিয়ন ইউরোর অঙ্কটা বড় নয় রিয়ালের কাছে। গোলসাতদিনের সেরা