২০১৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সের্হিয়ো রামোসের সঙ্গে সংঘর্ষে মাঠ ছাড়ার পর রিয়ালকে তোপ দেগেছিলেন মো সালাহ। গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগেও ঘোষণা দিয়েছিলেন প্রতিশোধের। সেই সালাহ আক্রমণের শক্তি বাড়াতে আসছেন রিয়ালে?
নতুন চুক্তির জন্য সালাহর দাবি সপ্তাহে চার লাখ পাউন্ড। তাতে রাজি নয় লিভারপুল।
বিজ্ঞাপন