kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

এবার ২৬ জনের বিশ্বকাপ দল

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ওলটপালট হয়েছে অনেক কিছু। তিনজনের বদলে এখন পাঁচজন বদলি নামেন ফুটবলে। গত ইউরোয় ২৩ থেকে দলের আকার ২৬ জনে বাড়িয়েছিল উয়েফা। ফিফাও হাঁটল একই পথে।

বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপে ২৬ জন নিয়ে যেতে পারবে দলগুলো।

এমনিতে জুনের তীব্র গরমের কারণে বিশ্বকাপটা পিছিয়ে গেছে নভেম্বরে। ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই টুর্নামেন্ট। ফিফার নতুন নিয়মে কাতারে প্রথম একাদশের বাইরে বেঞ্চে থাকতে পারবেন ১৫ জন ফুটবলার। কোচ ও টিম অফিশিয়ালসহ বেঞ্চে থাকবেন আরো ১১ জন। তাঁদের একজনকে অবশ্যই হতে হবে দলীয় চিকিৎসক। পাশাপাশি ৯০ মিনিটে সর্বোচ্চ পাঁচজন বদলির নিয়ম তো থাকছেই। তাই এবারের বিশ্বকাপে অনেক বিকল্প নিয়ে দল সাজাতে পারবেন কোচরা। ফিফাসাতদিনের সেরা